কি খবর ব্লগাররা ? আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা এ্যানিমেটেড Social Widget । ব্লগের এ্যালেক্সা রেঙ্ক , পেজ রেঙ্ক ইত্যাদি বাড়ানোর জন্য Social মিডিয়া দারুন কাজ করে । তাই সবাই তাদের ব্লগ মিডিয়াগুলোতে প্রচার করে থাকে । এর জন্য তাদের ব্লগে নানা রকম মিডিয়া Widget ব্যবহার করে । Widget গুলো যদি একটু ডিফারেন্ট হয় তাহলে ভিজিটরদের ব্লগের প্রতি আকৃষ্ট করে । এই Widget টা দেখতে অনেক সুন্দর এবং আকৃষ্ট করার মত । আপনি চাইলে এই Widget টা আপনার ব্লগে ব্যবহার করতে পারেন ।
নিচে লাইভ ডেমো দেখুন
আপনার ব্লগে যুক্ত করতে যা করতে হবে
- প্রথমে আপনার ব্লগারে প্রবেশ করুন
- এখান থেকে লেয়াউট এ যান
- তারপর ADD A GEDGET এ ক্লিক করুন
- নতুন ওইনডো থেকে HTML/JAVASCRIPT নির্বাচন করুন
- তারপর নিচের কোড গুলো পেস্ট করে দিন
এবার একটু কাস্টোমাইজ করুনঃ
কোডগুলোতে যেখানে যেখানে projuktirmela আছে সেখানে আপনার লিঙ্কগুলো বসিয়ে দিন কাজ শেষ ।
ভাল লাগলে অবশ্যই বলবেন । কোন সমস্যা হলে কমেন্ট করে অথবা ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন । আমি বলে দিব বা সাহয্য করব । আর কেনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন ।সবাই ভাল থাকবেন ।
0 মন্তব্য সমূহ:
Post a Comment