বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গুগল সার্চ ইঞ্জিনের কার্যক্রম পাকিস্তান সরকারের পক্ষ থেকে বন্ধের হুমকি দেয়া হয়েছে।
ইউটিউব থেকে ধর্মবিরোধী ও বিতর্কিত বিষয়গুলো সরিয়ে নেয়া না হলে পাকিস্তান সরকার এ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানান দেশটির তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী। খবর পিটিআইয়ের।
পাকিস্তানের নবনিযুক্ত তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী আনুসা রহমান খান তার প্রথম কার্যদিবসে গুগলের প্রতি এ হুমকি প্রদান করেন। প্রায় নয় মাস বন্ধ থাকার পর সম্প্রতি পাকিস্তানে আবার চালু হয়েছে ইউটিউব। ‘ইনোসেন্স অব মুসলিম’ নামক একটি বিতর্কিত সিনেমার সম্প্রচারের কারণে নিষেধাজ্ঞা বলবৎ ছিল এ সাইটের ওপর।
ইউটিউবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান গুগল এর আগে বিতর্কিত বিষয়গুলো তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিতে আপত্তি জানায়। তবে নতুন সরকার আসার পর গুগল এ ব্যাপারে নমনীয় হবে বলে আশা প্রকাশ করেন আনুসা রহমান।
তিনি বলেন, ‘এ বিষয়টি আমাদের সমঝোতার ওপর নির্ভর করে। তবে গুগল যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে শেষ উপায় হিসেবে পাকিস্তানে গুগলের প্রচার বন্ধ করে দিতে হবে। এতে গ্রাহকরা কোনো সমস্যায় পড়বেন বলে মনে হয় না। কারণ ইন্টারনেটে সার্চ ইঞ্জিনের সহজলভ্যতা রয়েছে।’
ইনোসেন্স অব মুসলিমের সম্প্রচার শুরু হওয়ার পর পাকিস্তানে সহিংসতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
তথ্য সূত্রঃ ইন্টারনেট
0 মন্তব্য সমূহ:
Post a Comment