পেনড্রাইভকে ভাইরাস মুক্ত রাখুন

| |

অনেক সময় পেনড্রাইভে ভাইরাস থাকলেও তা শনাক্ত করা যায় না । তবে চাইলে সহজেই এই ভাইরাস শনাক্ত করা যায় । এজন্য ইউএসবি পোর্টে আপনার পেনড্রাইভ যুক্ত করুন । এবার Start > run-cmd লিখে এন্টার চাপুন । এবার কমান্ড আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখে এন্টার চাপুন (যেমন আপনার ড্রাইভ লেটার যদি L হয় তাহলে L: লিখে এন্টার চাপুন)।এরপর  dir/w/o/a/p  কমান্ডটি হুবহু লিখে এন্টার চাপুন । এবার আপনার পেনড্রাইভে থাকা সকল ফাইলের তালিকা দেখা যাবে । তালিকায় Bha.vbs , lexplore.vbs , RVHost.exe , Ravmon.exe , New_Folder.exe , Autorun.inf  ইত্যাদি নামের কোনো ফাইল বা *.exe কোনো ফাইল আছে কি না দেখুন । যদি এরকম কোনো ফাইল দেখতে পান , তাহলে attrib –h –r –s –a *.*   লিখে এন্টার চাপুন । এবার del filename কমান্ড লিখে আবার এন্টার চাপুন । filename-এর জায়গায় আপনি যে ফাইলটি মুছে ফেলতে চান তার নাম লিখতে হবে ( যেমন আপনি যদি Autorun.inf  ফাইলটি মুছতে চান তাহলে আপনাকে লিখতে হবে del Autorun.inf  লিখে এন্টার দিতে হবে । এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন । এ ছাড়া সর্বোচ্চ সুরক্ষার জন্য নিয়মিত আপডেট করা অ্যান্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ স্ক্যান করুন ।
ভাল লাগলে লাইক,কমেন্ট বা বন্ধুদের সাথে শেয়ার করবেন ।

[[একটি কথা আপনারা নিয়মিত লাইক,শেয়ার ও কমেন্ট করলে আমদের লিখার প্রতি উৎসাহ বারে । তাই আশা করি নিয়মিত লাইক , শেয়ার ও কমেন্ট করবেন]]

0 মন্তব্য সমূহ:

Post a Comment

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন