নিতিমালা

প্রযুক্তির মেলা বাংলা টেকনোলজি ব্লগিং প্ল্যাটফরমে আপনাকে স্বাগতম। বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার  লক্ষ্যে এই ব্লগিং প্ল্যাটফরম তৈরি করা হয়েছে । এ প্ল্যাটফরমে আপনি নিজে লেখার পাশাপাশি অন্যদের লেখা পড়তে পারবেন এবং আপনার অন্য লেখকদের লেখায় মন্তব্য প্রদান করতে পারবেন। প্রযুক্তির মেলা   এ লিখতে আপনাকে অব্যশ্যই নিবন্ধন করতে হবে। প্রযুক্তির মেলা  এ নিবন্ধন করলে আপনি নিচের সকল নিয়ম মেনে চলবেন বলে ধরে নেওয়া হবে।

টিউন করা সংক্রান্ত নীতিমালা


    ১.১ প্রযুক্তির মেলা এ  প্রকাশিত সকল টিউন বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত অথবা বিষয় ভিত্তিক হতে হবে।
    ১.২ প্রকাশিত যেকোন টিউন পাঠকের কথা চিন্তা করে প্রযুক্তির মেলা  এডিটর যেকোন সময় এডিট করতে পারে।
    ১.৩ সকল টিউন বাংলা ভাষায় লিখতে হবে তবে সর্বোচ্চ ৬০% ইংরেজি ব্যবহার করা যাবে । ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখে অথবা বাংলা ভাষাকে বিকৃত করে কোন টিউন করা যাবে না।
    ১.৪ আঞ্চলিক ভাষায় কোন টিউন করা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।
    ১.৫ অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা হুবহু কপি পেস্ট করে নিজের নামে টিউন করা যাবে না। তবে তথ্য সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।
    ১.৬ আগে প্রকাশিত হয়েছে এরকম টপিক্স নিয়ে টিউন করা যাবে না। তবে আগের টিউন থেকে ভালো ভাবে লিখতে পারলে পুনরায় প্রকাশ করা যাবে।
    ১.৭ PTC সাইট নিয়ে কোন টিউন করা যাবে না।
    ১.৮ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। তবে সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।
    ১.৯ কোন বিজ্ঞাপন দিয়ে টিউন করা যাবে না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যেকোন প্রতিষ্ঠান, সাইট ও পন্যের সুযোগ সুবিধা নিয়ে টিউন করা যাবে।
    ১.১০ কোন ধর্মকে হেয় করে কোন টিউন প্রকাশ করা যাবে না।
    ১.১১ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি,তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। এটি একটি শিক্ষা মূলক ব্লগ।
    ১.১২ কোন টিউন যদি লুঘু নীতিমালা ভঙ করলে প্রথমে টিউনটিকে প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হবে। লেখক যদি আবার তা প্রথম পাতায় প্রকাশ করে তাহলে টিউনটিকে ডিলেট করে দেওয়া হবে।

মতামত প্রদান সংক্রন্ত নীতিমালা


    ২.১ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ,গালিগালাজ বা কাউকে হেয় করে কোন মতামত প্রদান করা যাবে না।
    ২.২ মতামত দেওয়ার সময় কোন প্রকার আপত্তিকর এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
    ২.৩ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
    ২.৪ আঞ্চলিক ভাষায় কোন মন্তব্য করা যাবে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ করা, মুছে ফেলা বা সম্পাদনার অধিকার প্রযুক্তির মেলা  নিজে সংরক্ষন করে।  এমনকি টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

নীতি মালা সংক্রান্ত সকল ক্ষমতা প্রযুক্তির মেলা এ  নিজে সংরক্ষন করে। নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, প্রযুক্তির মেলা  এ পরিবর্ধন করার অধিকার রাখে।



প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন