জেনে নিন কিভাবে আপনার Windows 7 এর ডিফল্ট গেমগুলো Enable করবেন

| |

প্রযুক্তির মেলার বন্ধুদের জন্য নিয়ে এলাম ছোট একটি টিপস । টিপসটা হল কি করে Windows 7 এর ডিফল্ট গেমস গুলো এনাবল করা যায় । অনেকেই হয়ত এটা জানেন কিন্তু আমার টিপসটা হল যারা জানে না তাদের জন্য । Windows 7 এর গেমগুলো অনেক সময় ডিয্যাবল করা থাকে ফলে গেমগুলো পাওয়া বা খেলা যায় না । তাই এই টিপ্স এর মাধ্যমে দেখাব কি করে এটা এনাবল করতে হয় । তাহলে শুরু করা যাক ,


প্রথমে আপনাকে Start এ ক্লিক করে Control Panel যেতে হবে তারপর নিচের মত Programs এ ক্লিক করতে হবে



* এবার যে পেজ ওপেন হবে সেখান থেকে Turn Windows Features on or off  এ ক্লিক করতে হবে নিচের মত 




এবার যে পেজ আসবে সেখান থেকে Game এ টিক দিয়ে Ok ক্লিক করলেই কাজ শেষ নিচের মত



 এবার আপনি সকল ডিফল্ট গেমগুলো দেখতে ও খেলতে পারবেন ।
এ পদ্ধতিতে আপনি গেম ছাড়াও Windows এর অন্যান্য প্রোগ্রামগুলো এনাবল করতে পারবেন ।


যদি আপনাদের একটুও উপকার হয় তাহলেই আমার লেখা সার্থক বলে মনে করব ।  পোস্টটি আপনাদের ভাল লাগলে বা কাজে আসলে লাইক ও কমেন্ট করে আমাকে উতসাহিত করবেন । সবাই ভাল থাকবেন ।

0 মন্তব্য সমূহ:

Post a Comment

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন