১) লক স্ক্রীন এ যে কোন ধরনের স্লাইডার ব্যবহার করতে পারবেন।
২) স্লাইডার এর ফাংশন নিরধারন করে দিতে পারবেন।
৩) লক স্ক্রীন এ একের অধিক স্লাইডার যোগ করতে পারবেন।
৫) যে কোন উইজেট বা অ্যাপ শর্টকাট লক স্ক্রীন এ রাখতে পারবেন।
৬) উইজেট রিসাইজ এবং লক স্ক্রীন গ্রিড পরিবর্তন করার সুবিধা।
৭) Ice Cream Sandwich, Gingerbread, Sense and Sense 3, Motorola, iPhone, এবং Rotary স্লাইডার থিম দেয়া আছে এতে যা আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন।
৮) থিম ব্যবহার করার জন্য আপনার অ্যাপ ড্রয়ার এ উইজেটলকার লকস্ক্রীন এর আইকন এ ক্লিক করুন এবার আপনি লক স্ক্রীন এ পৌঁছে যাবেন। এবার লক স্ক্রীন এর উপরের ডান কোনায় যে ছোট গোল বাটন আছে তাতে ক্লিক করুন। এবার লুক অ্যান্ড ফিল এ যেয়ে পরিবর্তন করে নিন স্লাইডার থিম।
৯) স্লাইডার এর ফাংশন পরিবর্তন করার জন্য আপনার অ্যাপ ড্রয়ার এ উইজেটলকার লকস্ক্রীন আইকন এ ক্লিক করুন এবং লক স্ক্রীন এ এশে যে স্লাইডার টি আছে তার উপরে চেপে ধরে রাখুন। এবার এডিট অপশন এ ক্লিক করুন। এবার নিচের স্ক্রীন এ যে স্লাইডার দেখতে পাচ্ছেন সেটিকে বাম থেকে ডানে স্লাইড করুন। এবার উইজেট লকার অ্যাকশান অপশন এ যেয়ে স্লাইডার এর ফাংশন পরিবর্তন করে দিন।
পোস্ট টি পড়ে ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম আরও পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
সুত্রঃ এখানে পূর্বে প্রকাশিত
0 মন্তব্য সমূহ:
Post a Comment