আসসালামুয়ালাইকুম । বন্ধুরা কেমন আসেন ? আশাকরি ভাল । আমার পরীক্ষা
থাকায় আপনাদের জন্য লিখতে পারিনি , তাই পরীক্ষা শেষ হতে না হতেই বসে পরলাম আপনাদের
জন্য লিখতে । আশা করি এতদিন সবাই দিন ভাল ভাবে কাটিয়েছেন ।
আজ আমি আপনাদের কাছে এসেছি ছোট একটা এ্যান্ড্রেয়েট এ্যাপ্লিকেশন নিয়ে
।বেশির ভাগ সবাই তাদের দরকারি এ্যাপ্লিকেশন ডাউনলোড করে এ্যাপস মার্কেট থেকে তাই
না ? কিন্তু আমরা মার্কেট থেকে ডাউনলোড করা এ্যাপ্লিকেশন এক মোবাইলেরটা অনন্য
মোবাইলে ব্যবহার করতে পারি না তাই না ? আপনারা জানেন কি যে এই মার্কেট থেকে
ডাউনলোড কারা ফাইল বা এ্যাপ্লিকেশন অনন্য মোবাইলে ব্যবহার করা বা ঐ ডাউনলোড করা
ফাইল সংরক্ষণ করা যায় নতুন করে ইনস্টোল করার জন্য পুনঃডাউনলোড ছারাই ? আজ আমি
আপনাদের একটি এ্যাপ্লিকেশনের নাম বলব যেটার মাধ্যমে আপনি এই কাজ করতে পারবেন ।
এ্যাপ্লিকেশনটার নাম হল MyAppSharer
. এই
এ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার ডাউনলোড করা গেম বা এ্যাপ্লিকেশন আপনার বন্ধুদের
সাথে শেয়ার করতে পারবেন ব্লুটুথ বা ই-মেইলের সাহায্যে খুব সহজে । এ্যাপ্লিকেশনটি
ইনস্টোল করার পর আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে একটি MyAppSharer নামে ফল্ডার তৈরি হবে । এখান থেকে আপনি ডাটা
ক্যাবল দিয়ে আপনার কম্পিউটারে তা সংরক্ষন করতে পারবেন । তাহলে আর দেরি কেন ? এখনি
ডাউনলোড করে নিন MyAppSharer
.
( Skip Add দিয়ে নিবেন )
0 মন্তব্য সমূহ:
Post a Comment