কেমন
আছেন সবাই ? আশা করি ভাল । নতুন কম্পিউটারের অনেক স্পীড থাকে তাই না ? কিন্তু কিছু
দিন ব্যবহার করার পর ধীরে ধীরে স্লো হয়ে যায় । বিশেষ করে যারা Windows xp বা Windows 7 ব্যবহার করেন । এই অবস্থায় আবার Windows Setup দিলে আবার
কম্পিউটারের গতি অনেক বেড়ে যায় । কিন্তু বার বার Windows Setup দিতে কার ভাল লাগে বলুন ? তাই আমি আজ
আপনাদের একটি সফটওয়্যার উপহার দেব যার মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনার কম্পিউটারকে
করে নিতে পারবেন সুপার ফার্স্ট । ওহ ! সফটওয়্যারের নামটাই বলা হল না । সফটওয়ারটার
নাম হল Platinum
Guard ।
এই
সফটওয়ার টার মাধ্যমে সকল প্রকার Browser Cache,Cookies,History ক্লিন করে দিবে । তাছাড়া Windows Temporary Files , Local
Temporary Files Windows DNS Cache, Recent Open & Save List ইত্যাদি ক্লিয়ার
করে দিবে । যার ফলে আপনার কম্পিউটারের মেমরি বারার পাশাপাশি আপনার কম্পিউটার আগের
থেকে অনেক ভাল পারফর্মেন্স এবং দ্রুত গতি পাবেন ।
সবচেয়ে
বড় কথা হল এই সফটওয়ারটি পাবেন সম্পুর্ন ফ্রী । এই সফটওয়ারটি আপনার ভাল লাগলে বা
প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে ।
ডাউনলোড ( Skip Ads দিয়ে নিবেন )
Password: projuktirmela
সফটওয়ারটিতে
একটু উপকার পেলে বা ভাল লেগে থাকলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
কমেন্ট করে আপনার মতামত জানাবেন । সকলকে ধন্যবাদ ।
0 মন্তব্য সমূহ:
Post a Comment