যেকোন Software এর Serial key পাবেন এখানে

| |
যেকোনো Software  এর Serial key নিয়ে নিন খুব সহজে।
নতুন একটি Website  এর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। Website  টি হলে

এখানে পাবেন আপনার প্রয়োজনীয় সকল Software  এর Serial key.  তবে এখানকার Serial key  গুলোর মধ্যে Offline key  গুলো সবচেয়ে বেশী কার্যকরি। যেসব software  এর Registration  এর জন্য Email  অথবা Online activation  এর দরকার হয় না কেবল মাত্র একটা key code  দরকার তার জন্য এই Site  টি খুবই কার্যকরি। অর্থাৎ Registration  এর পর যদি online verification  না লাগে সেক্ষেত্রে এই Website  থেকে পাওয়া Serial key  কাজ করবেই। এখানে পাওয়া online key  গুলো কাজ নাও করতে পারে।
শুধু software  না এখানে বিভিন্ন version  এর Operating system  এর Serial key  ও পেয়ে যাবেন। তাই Serial  key  নিয়ে আর কোন চিন্তা নাই।
Serial key  খোজার পদ্ধতিঃ
প্রথমেই www.serials.ws  এ যান। এতে নিচের মত Homepage  দেখতে পাবেন।
serials.ws
  1. এখানে Search box  এ আপনার Software  টির নাম লিখে Enter  দিন। এতে উপরের মত মাঝের কলাম এ দুটি অংশ দেখা যাবে।
  2. একটি হল Download  এবং আরেকটি হল Serials.
  3. Serial key  খোজার জন্য Download  অপশন এর কোন Link  এ click  করবেন না।
  4. নিচের Serial  এর Link  গুলোর মধ্যে থেকে আপনার Version  অনুযায়ী Suitable  লিংক এ click  করুন।
  5. এতে একটি নতুন Tab  অথবা Window open  হবে। আর সেখানেই থাকবে আপনার কাংখিত Serial key.

0 মন্তব্য সমূহ:

Post a Comment

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন