কম্পিউটার থেকে মোবাইলে ইন্টারনেট চালান সহজে

| |

আজ আমি আপনাদের বলব কি করে কম্পিউটার থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায় । এজন্য প্রথমে আপনার ফোনের Tools  থেকে setttings এ যেতে হবে । এবার পর্যায়ক্রমে connection > access points  থেকে options এ যেতে হবে । এবার New access point থেকে default settings এ গিয়ে Connection Name এবং Access Point Name অপশনের জন্য নাম নির্ধারণ করতে হবে । এরপর Data Bearer এ গিয়ে GPRS সিলেক্ট করতে হবে এবং Authentication অপশনে Normal এবং Gateway IP Adress অপশনে 0.0.0.0 টাইপ করে বের হয়ে আসতে হবে । এরপর tools অপশন থেকে settings এ গিয়ে connection অপশনে GPRS সিলেক্ট করতে হবে । GPRS এ প্রবেশের পর এখনে কানেকশনের স্থানে when available এবং অ্যাকসেস পয়েন্টের বদলে none দিয়ে বের হয়ে আসতে হবে । এখন পিসি-স্যুটের সাহায্যে ফোনকে পিসির সাথে ব্লুটুথ শেয়ারিংইয়ের একটি সিরিয়াল পোর্টের মাধ্যমে সংযুক্ত করতে হবে । তাহলেই পিসির ইন্টারনেট মোবাইলে ব্যবহার করা যাবে ।

[ দ্রঃবঃ এইটা শুধু সিম্বিয়ান সমর্থিত হ্যান্ডসেটের জন্য প্রযোজ্য । ]

কোন সমস্যা হলে মন্তব্য করে জানাবেন ।

0 মন্তব্য সমূহ:

Post a Comment

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন