অ্যাডসেন্স একাউন্ট বন্ধ থেকে রক্ষার ১৫ টিপস

| |

আপনার ওয়েবসাইট বা ব্লগ থেকে হাজার হাজার ডলার আয় করার অন্যতম উপায়  গুগল অ্যাডসেন্স । গুগল আপনাকে পে করবে পক্ষপারহীন ও অনুগতভাবে তাদের অ্যাডে ক্লিক করার জন্য স্পাম বা প্রতারনা করার জন্য নয় । অনেক ব্লগাররা এই অপার আয় থেকে বঞ্চিত হয় তাদের অ্যাডসেন্স একাউন্ট ব্যান হয়ে যাওয়ার কারনে । আজ আমি আপনাদের স্থায়ীভাবে আপনার একাউন্ট রক্ষার জন্য ১৫টি টিপস দিব তাই মনোযোগ দিয়ে পড়বেন । 
১। কখনো  PTC  ওয়েবসাইট আপনার ব্লগ বা সাইট এ ব্যবহার করবেন না ।
২। কখনো অ্যাডসেন্স অ্যাড লুকাবেন না আপনার সাইট মেনুর,স্লাডার বা ইমেজের নিচে । কারন ভিজিটর এ্যাক্সিডেন্টলি অ্যাডে ক্লিক করলে একাউন্ট ব্যান হয়ে যাবে ।
৩। আপনার অ্যাডে ক্লিক করার জন্য কোনো সোসিয়াল নেটওয়ার্কে কাউকে বলবেন না কারন অ্যাডসেন্স সবসময় ট্র্যাক করে ।
আপনার ব্লগ বা ওয়েব সাইটে কমপক্ষে ৭০% ভিজিটর যাতে সার্চ বা অরগ্যানিক আসে । যদি আপনার ভিজিটর সোসিয়াল সাইটস থেকে আসে তাহলে একাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে ।
৫। কখনো অন্য ওয়েব সাইট থেকে কোন পোস্ট কপি-পেস্ট করবেন না ।
৬। কখনো খালি পেজে , কনটাক্ট পেজে, About us/me পেজে,Privacy Policy ইত্যাদি পেজে অ্যাডসেন্স অ্যাড ব্যবহার করবেন না
৭। ভাল মানের কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন Hacking বা Drugs এই টাইপের কিওয়ার্ড ব্যবহার করবেন না ।
৮। ব্লাক হ্যাট SEO করার চেষ্টা করবেন না ।
৯। রিলেটেড সাইট ছাড়া লিঙ্ক এক্সচেঞ্জ করবেন না । (এক্সচেঞ্জ না করাই ভাল)
১০। সাইট এ এ্যাডাল্ট কনটেন্ট রাখবেন না ।
১১। অ্যাডসেন্সের সাথে অন্য কোন লৌ-কোয়ালিটি অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক ( ক্লিকজোর,বিডভারটাইজার) ব্যবহার করবেন না ।
১২। এমন কিছু লিখবেন না যা ভিজিটরদের অ্যাডেক্লিক করার ইংগিত থাকে ।
১৩। কখনো অ্যাড কোড ইডিট করার চেষ্টা করবেন না ।
১৪। অ্যাডসেন্স স্পামকে ঘৃণা করে তাই স্পাম রিলেটেড কোন সাইট এ আপনার লিঙ্ক রাখবেন না ।
১৫। আপনার ব্লগে বা সাইট এ পপ-আপ কোন কিছু ব্যবহার করবেন না কারন অ্যাডসেন্স এটা ঘৃণা করে ।
আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন । সমস্যা হলে জানাবেন ।

0 মন্তব্য সমূহ:

Post a Comment

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন