ই-মেইল ভরে যাচ্ছে ফেসবুক নটিফিকেশনে ? নিয়ে নিন সমাধান

| |
আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভাল । আমাদের সবারই ফেসবুক একাউন্ট আছে তাই না ? আমরা সবাই ফেসবুক চালাই । ফেসবুক চালতে ভালই লাগে কিন্তু যখন ই-মেইল একাউন্টে ঢুকি মাথা গরম হয়ে যায় মনে চায় ফেসবুক বন্ধ করে ফেলি ।আজ আমি আপনাদের একটা টিপস দিচ্ছি যাতে আর মাথা গরম না হয় । আগেই বলে রাখি এটা gamil এর জন্য । আপনাকে যা করতে হবেঃ
১. প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল আপনার ইমেইল একাউন্টে লগইন করুন ।
২. তারপর ই-মেইল এর Setting এ যান সরাসরি ।
৩. তারপর সেখানে দিয়ে Filters অপশনে যান । 
৪. তারপর সেখানে গিয়ে Cteate a new filter ক্লিক করুন ।
৫. তারপর একটি বক্স আসবে । সেখানে আপনি যে ওয়েবসাইটের Notification বন্ধ করতে চান তার এ্যাড্রেস দিন । যেমনঃ আপনি ফেসবুক এর Notification বন্ধ করতে চাইলে এখানে www.facebook.com লিখবেন । নিচের চিত্রে দেখুন -
 





৬. তারপর Create filter with this search >> এ ক্লিক করুন , এতে ক্লিক করলেই আর একটি বক্স আসবে সেখানে আপনি Skip the Inbox ( Archive it ) বাটনে ক্লিক করুন ।
৭. এবং সবশেষে আপনি Create Filter এ ক্লিক করুন ।

হয়ে গেলো । এখন আর ফেসবুক এর Notification মেসেজ আসবে না ।
টিপস টি ভাল লগলে কমেন্ট এর মাধ্যমে বলবেন ।

0 মন্তব্য সমূহ:

Post a Comment

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন